গাংনী গোল চত্বরকে ‘আবু সাঈদ চত্বর’ নামকরণ বিএনপির

গাংনী গোল চত্বরকে বৃহস্পতিবার ‘আবু সাঈদ চত্বর’ নাম দেন বিএনপি নেতারা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ১৭:৪৬ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ | ১৮:০৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার স্মরণে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরের নতুন দাম দেওয়া হয়েছে ‘আবু সাঈদ চত্বর’। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিএনপির সমাবেশ থেকে এ নামকরণ করা হয়।
সকালে গাংনী চত্বরে জেলা কৃষকদলের বিক্ষোভ সমাবেশ হয়। এ সমাবেশ থেকে এ চত্বরের নতুন নামকরণের ঘোষণা দেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। এর আগে শেখ হাসিনার বিচারের দাবিতে গাংনী শহরে বিক্ষোভ করেন কৃষকদলসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
- বিষয় :
- বিএনপির সমাবেশ
- মেহেরপুর