দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন আ.লীগ নেতা

শনিবার দুপুরে তার নিজ বাসভবনে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষনা দেন কামরুজ্জামান মাসুদ- সমকাল
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ | ১৭:২৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ | ১৭:৫১
কুমিল্লার দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছেড়েছেন এক নেতা । কামরুজ্জামান মাসুদ নামের ওই নেতা ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। একই সঙ্গে তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান।
শনিবার দুপুরে তার নিজ বাসভবনে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষনা দেন মাসুদ। এসময় তিনি বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করলেও, দল থেকে কখনও তার স্বীকৃতি পাইনি। দল আমাকে নৌকা প্রতীক দেয়নি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি কখনোই ছাত্র-জনতার বিপক্ষের লোক নই। গত ৪ আগস্ট দেবিদ্বার সদরে কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন নিহতদের স্মরণে শোক র্যালি হবে। সেখানে গিয়ে দেখলাম ছাত্র-জনতার সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়েছে। এই ঘটনায় আমি খুবই লজ্জিত।
তিনি আরও বলেন, দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। সব কিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি। দলের কারণে আমি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছি। তাই স্বেচ্ছায় স্ব-জ্ঞানে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ সকল পদ থেকে পদত্যাগ করলাম। আমি বাকিজীবন মানব সেবায় নিয়োজিত থাকতে চাই।
এ সময় তার পরিবারের সদস্যরা ছাড়াও বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
- বিষয় :
- কুমিল্লা
- দেবিদ্বার
- দুধ দিয়ে গোসল
- আওয়ামী লীগ