খাগড়াছড়িতে পাহাড় ধস: যান চলাচল স্বাভাবিক করল আনসার ও ভিডিপি

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ | ১৭:৫৩ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ | ১৭:৫৫
খাগড়াছড়ি জেলার আলুটিলার সাপমারা এলাকায় শনিবার সকালে পাহাড় ধসে গেছে। এতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ ছিল দীর্ঘক্ষণ। এই অচলাবস্থা থেকে সড়ক যান চলাচল উপযোগী করতে কাজ করেছে হিল আনসার ও হিল ভিডিপি।
জানা যায়, শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত চলমান ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাংগা উপজেলার আলুটিলা এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে পাহাড় ধসে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খাগড়াছড়ি জেলা কমান্ডান্ট মো. আরিফুর রহমান (পিপিএম) জানান, পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার সংবাদ শুনে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং জেলার হিল আনসার, হিল ভিডিপি এবং ভাতাভোগী সদস্যদেরকে সড়কে যানচলাচল স্বাভাবিক করতে কাজ করার নির্দেশনা দেন। তাদের কঠোর পরিশ্রমে কয়েক ঘণ্টার মাঝেই সড়ক যান চলাচল উপযোগী হয়ে ওঠে।
খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় পাহাড়ধসসহ ভূমিধসে যেকোনো পরিস্থিতিতে আনসার ভিডিপি সদস্যদের প্রস্তুত থাকার জন্য উপজেলা অফিসগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে তিনি জানান। তাছাড়া যে কোনো দুর্যোগে উদ্ধার তৎপরতায় সহযোগিতার জন্য খাগড়াছড়ি জেলা আনসার ভিডিপি সদস্যরা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।