দেয়ালে নতুন দিনের ছবি

সাটুরিয়ার গাজীখালী নদীর সেতুর পাশে রেলিংয়ের দেয়ালে ছবি আঁকায় মগ্ন শিক্ষার্থীরা সমকাল
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ০০:৩৭
মানিকগঞ্জের সাটুরিয়ায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি, ক্যালিওগ্রাফি ও পেইন্টিং করছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্যাগ, আত্মাহুতি ও সফলতাকে স্মরণীয় করে রাখতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা দেয়ালে আঁকছেন এসব চিত্রকর্ম। দেশ গড়ার প্রত্যয় নিয়ে শিক্ষার্থীদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। অনেক প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করতেও দেখা গেছে।
শনিবার দুপুরে উপজেলার গাজীখালী নদীর ওপর নির্মিত সাটুরিয়া সেতুটির দুই পাশের রেলিংয়ের দেয়ালগুলোয় নানা চিত্র আঁকতে দেখা যায় শিক্ষার্থীদের। ছাত্রছাত্রীদের তুলির ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পাচ্ছে ইট-সিমেন্টের দেয়ালগুলো।
শিক্ষার্থীরা দেয়ালে আঁকা চিত্রকর্মে তুলে ধরছে বাংলাদেশের মানচিত্র, লাল-সবুজের পতাকা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা স্মৃতি, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, অসাম্প্রদায়িক চেতনা, আন্দোলনে শহীদ হওয়া রংপুরের আবু সাইদ কিংবা মুগ্ধর ‘পানি লাগবে পানি’। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকেও গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।
আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সাটুরিয়ার দরগ্রামের মেধাবী শিক্ষার্থী শহীদ আফিকুল ইসলাম সাদকে স্মরণ করার জন্য গাজীখালী নদীর ওপর এক খণ্ড নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। চিত্রকর্ম অঙ্কন ছাড়াও শিক্ষার্থীরা নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন সড়ক, থানা ও জনগুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। একই সঙ্গে তারা বাজারও মনিটর করেছেন।
মানিকগঞ্জ খান বাহাদুর কলেজের ছাত্র আলামিন খান বলে, ইতিহাসের সাক্ষী হিসেবে ২০২৪ সালকে দেশের মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখতে তাদের এই শিল্পকর্ম।
সাটুরিয়া সৈয়দ কালু শাহ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী অহনা অঙ্কিতা সরকারের ভাষ্য, বিজয়ের পর আনন্দ দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং আন্দোলনে শহীদদের কথা দেশের মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখতে এই দেয়ালচিত্র।
- বিষয় :
- দেয়াল লিখন