নওগাঁ ডিগ্রি কলেজ
শিক্ষক–কর্মচারীদের তোপের মুখে অধ্যক্ষের পদত্যাগ

ফাইল ছবি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ১৮:০৪
সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রহিম পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীদের তোপের মুখে তিনি পদত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে দায়িত্বে থাকাকালীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন তারা।
এদিন বিকেলে কলেজের গভর্নিং বডির সভাপতি ও ইউএনও সুইচিং মং মারমার কাছে পদত্যাগপত্র জমা দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। পাশাপাশি তাঁর স্থলে কলেজের জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক মো. বেলাল হোসেন আনসারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
পদত্যাগের বিষয়টি কলেজের গভর্নিং বডির সভাপতি ও ইউএনও নিশ্চিত করেছেন। এদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিমের পদত্যাগের খবর জানাজানি হলে সন্ধ্যায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
সূত্র জানায়, ২০২১ সালের ১ অক্টোবর কলেজের নিয়মিত অধ্যক্ষ অবসরে যান। এরপর মো. আব্দুর রহিম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন। এরপর থেকে তিনি দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে কিছু শিক্ষক আর্থিক কেলেঙ্কারির অভিযোগও তোলেন।
বিষয়টি নিয়ে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। পরে শিক্ষক-কর্মচারীদের তোপের মুখে তিনি পদত্যাগ করেন। আব্দুর রহিমের বিরুদ্ধে কলেজের কোটি টাকার নিয়োগ বাণিজ্য ও উন্নয়নের টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে নওগাঁ জিন্দানী কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা বলেন, দ্রুতই এ বিষয় সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।