অধ্যক্ষের পদত্যাগ দাবিতে কলেজের ফটকে তালা

ফাইল ছবি
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ২০:৪৫
ছাতক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলশী চরণ দাশের পদত্যাগের সাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এই দাবিতে প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা।
জানা গেছে, দুই সপ্তাহ ধরে কলেজে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ফলে প্রতিষ্ঠানটিতে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। সর্বশেষ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক শিক্ষার্থী প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান নিয়ে কর্মসূচি পালন শেষে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকে সারাদেশে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় প্রায় ১৫ দিন ধরে ছাতক সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তুলশী চরণ দাশের পদত্যাগের দাবিতে কলেজে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
কলেজের একাধিক শিক্ষার্থী জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় তৎকালীন সরকারের পক্ষ নিয়ে আন্দোলনের বিরোধিতা করেছেন অধ্যক্ষ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কলেজের নানান ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। ২০২২ সালে প্রশাসনের সহায়তা নিয়ে জোরপূর্বক অধ্যক্ষের আসনে বসে নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘোষণা করেন তিনি। তাঁর ভ্যানগার্ড হিসেবে ছিলেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে এসব অভিযোগ ও শিক্ষার্থীদের দাবির ব্যাপারে জানতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলশী চরণ দাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না জানান, এটা শিক্ষা অধিদপ্তরের কাজ। স্থানীয়ভাবে এ বিষয়টি তাঁর দেখার কোনো সুযোগ নেই।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) সরকারি কলেজ শাখার কিশোর কুমার মহন্ত বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- অধ্যক্ষ
- পদত্যাগের দাবি
- বিক্ষোভ
- সুনামগঞ্জ