ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হচ্ছে ৪ মাস পর

কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হচ্ছে ৪ মাস পর

কাপ্তাই হ্রদে মাছ ধরছেন জেলেরা- ফাইল ছবি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪ | ২১:২৮ | আপডেট: ৩১ আগস্ট ২০২৪ | ২১:২৮

দীর্ঘ চার মাস পর আজ শনিবার মধ্যরাত (১ সেপ্টেম্বর রাত ১২টা) থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হবে। এতে মৎস্যজীবী, ব্যবসায়ী ও জড়িত সংশ্লিষ্টদের মধ্যে উৎসবের আমেজ বইছে। এর আগে মাছের বংশ বৃদ্ধির জন্য গত ২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু হ্রদে পানি স্বল্পতার কারণে দুই দফায় নিষেধাজ্ঞার সময় বর্ধিত হয় আরও এক মাস সাতদিন। অবশেষে ১ সেপ্টেম্বর শনিবার মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকার শুরু হচ্ছে।

এদিকে, মাছ ধরা শুরু হওয়ার সংবাদে জেলেদের পাশাপাশি রাঙামাটির মাছের প্রধান বিপণন কেন্দ্রগুলোতেও চলছে ব্যাপক প্রস্তুতি। মধ্যরাতে মাছ আহরণ শেষে রোববার (১ সেপ্টেম্বর) ভোরে জেলার কাপ্তাই, মারিশ্যা, উপকেন্দ্রগুলোসহ রাঙামাটির প্রধান বিপণন কেন্দ্রে ইঞ্জিনচালিত নৌকাযোগে কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছ নিয়ে আসবেন জেলেরা। এরপর পল্টুনে আসা এসব মাছের শুল্কহার আদায় শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হবে।

এ বিষয়ে কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নবী হোসেন জানান, দীর্ঘ চার মাসের বেশি সময় পর কাজে ফিরছেন আমাদের জেলে ও ব্যবসায়ীরা। সবার মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। আমরা প্রত্যাশা করছি, এবছর কাপ্তাই হ্রদের মাছের গুণগত মান ভালো হবে।

কাপ্তাই হ্রদের স্থানীয় জেলে সুবল দাশ, রওশন মিয়া, ওমর আলীসহ একাধিক জেলে সমকালকে বলেন, আমরা আমাদের বোট, জাল সব প্রস্তুত করে রেখেছি। রাতেই মাছ আহরণে কাপ্তাই হ্রদে জাল ফেলবো।

এদিকে, কাপ্তাই হ্রদে মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া বলেন, ইতোমধ্যে বিএফডিসির পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাঙামাটি শহরের প্রধান বিপণন কেন্দ্রসহ অন্যান্য বিপণন কেন্দ্রের পল্টুনগুলো আগেই প্রস্তুত করা হয়েছে। রোববার ভোর থেকে পল্টুনে মাছ নিয়ে আসবেন জেলেরা। এরপর এই মাছের শুল্কহার আদায় শেষে বাজারজাত করবেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন

×