ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

খুলনা মেডিকেল

৪১ চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা, সেবা না পেয়ে রোগীদের দুর্ভোগ

৪১ চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা, সেবা না পেয়ে রোগীদের দুর্ভোগ

চিকিৎসক সংকটে হাসপাতালের বহির্বিভাগে সেবা বন্ধ

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৩০ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৩৪

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, আরএমওসহ ৪১ চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা ও কালো তালিকাভুক্ত করা হয়েছে। এ কারণে বুধবার নিরাপত্তা ঝুঁকি‌তে হাসপাতা‌লে আসেন‌নি এসব চিকিৎসক। চিকিৎসক সংকটে বন্ধ হয়ে পড়ে হাসপাতালের বহির্বিভাগের অধিকাংশ সেবা। মঙ্গলবার কার্ডিওলজি বিভাগের চিকিৎসক মোস্তফা কামালের নেতৃত্বে মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করেন যার মধ্যে রয়েছেন ১৭ জন বহির্বিভাগের চিকিৎসক।

চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিশেষ করে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। চিকিৎসককে না পেয়ে অনেক রোগী দূরদূরান্ত থেকে এসে ফিরে গেছেন।

হাসপাতাল সূত্র বলছে, মঙ্গলবার খুলনা মে‌ডি‌কেল কলেজের শিক্ষার্থী‌দের এক‌টি অংশ হাসপাতা‌লের ভারপ্রাপ্ত উপপ‌রিচালক ডা. আক্তারুজ্জামানকে পদ‌ত্যাগে বাধ্য করেন। এ সময় আরও ৪১ জন চি‌কিৎসক‌কে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শিক্ষার্থী‌দের নেতৃত্ব দেন কা‌র্ডিও‌লো‌জি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোস্তফা কামাল। 

সাদিয়া সারমিন এক রোগী বলেন, হাসপাতালে সকালে এসেছি। কিন্তু চিকিৎসা পাইনি। 

রোগীর সিরিয়াল দেখভালের দায়িত্বে থাকা একজন জানান, নিরাপত্তা ঝুঁকির কারণে কোনো চিকিৎসক হাসপাতালে আসেননি। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুমন রায় বলেন, মঙ্গলবার ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাদের দাবির বিষয় নিয়ে আলোচনা চলছিল। এ সময় ডাক্তার মোস্তফা কামালের নেতৃত্বে কিছু শিক্ষার্থী এসে আমাদের ঘিরে রাখে। তারা উপপরিচালককে পদত্যাগ করতে বাধ্য করেন। আমাদের প্রায় ৫১ জন চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করেন। এতে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। 

আরও পড়ুন

×