বগুড়ায় বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর দখলচেষ্টা

বগুড়া শহরের সেউজগাড়ি কারমাইকেল রোডের বাড়িটি দখলে নিতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৫৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল শাহরুখ ইসলাম। স্বাধীনতার আনন্দ নিয়ে বাড়ি ফিরে দেখে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি। এতেও ক্ষান্ত হয়নি হামলাকারীরা। তারা এখন বাড়ি দখলের চেষ্টা করছে। বগুড়া শহরের সেউজগাড়ি কারমাইকেল রোডে এ ঘটনা ঘটেছে। এর জন্য স্থানীয় মনির হোসেনকে দায়ী করেছে শাহরুখের পরিবার। শাহরুখ ওই এলাকার মাহমুদ হাসান ও সাবেরাত ইসলাম মুন্নি দম্পতির ছেলে।
অভিযোগ থেকে জানা গেছে, সাবেরাত মুন্নি পৈতৃক সূত্রে পাওয়া জমিতে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছিলেন। ওই সম্পত্তি নিজেদের দাবি করে মনির। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান। এরপরও শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে মনিরের লোকজন মুন্নির বাড়িতে হামলা চালায়। তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে প্রায় ৩৫ লাখ টাকার সম্পদ নষ্ট করে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখানেই থেমে থাকেনি মনির ও তার লোকজন। গত ৫ আগস্ট থেকে ২৯ আগস্ট তিনবার মাহমুদের বাড়িতে হামলা চালায় তারা।
মুন্নির ছেলে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র জানায়, পাঁচ আগস্ট সে ছাত্র আন্দোলনে যোগ দেয়। শেখ হাসিনা সরকারের পতনের পর বাড়িতে ফিরে দেখে তাদের বাড়ি তছনছ। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
সাবেরাত মুন্নি জানান, মনির হোসেনের লোকজন ত্রাস সৃষ্টির মাধ্যমে আমাদের বাড়িছাড়া করার চেষ্টা করছে। অনবরত হুমকি দিচ্ছে। ভয়াবহ তাণ্ডব চালানোর পর এখানে বসবাস করার মতো পরিস্থিতি নেই। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় এখন পর্যন্ত টিকে আছি। তবে যে কোনো সময় তারা প্রাণ নাশের ঘটনাও ঘটাতে পারে।
জমির মালিকানা দাবিদার মনির হোসেন বলেন, মুন্নি এতদিন আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় থেকে জমিটি অবৈধভাবে দখলে রেখেছে। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে আমি আমার জমি উদ্ধারের চেষ্টা করছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ বলেন, হামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জমি নিয়ে আদালতে মামলা আছে। তাই আদালতের দ্বারস্থ হতে বলা হয়েছে ভুক্তভোগীদের।
- বিষয় :
- বাড়িতে হামলা
- অভিযোগ
- বগুড়া