ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লোহাগড়ায় যুবকের কবজি কেটে নিল প্রতিপক্ষ, আটক ১

লোহাগড়ায় যুবকের কবজি কেটে নিল প্রতিপক্ষ, আটক ১

ছবি: গুগল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ১০:০৭

পূর্বশত্রুতার জের ধরে নড়াইলের লোহাগড়ায় মোরাদ মোল্যা ওরফে কালাচান (৩৬) নামে এক যুবকের হাতের কবজি কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার বিকেলে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দিঘলিয়া দক্ষিণপাড়া খালচর গ্রামের সাত্তার মোল্যার ছেলে মোরাদ মোল্যা গতকাল বিকেলে বাড়ি থেকে লুটিয়া বাজারে পৌঁছালে ওতপেতে থাকা কুমড়ি গ্রামের সাজ্জাদ কটা, মিলন সরদার, আজাদ শেখ, ইমদাদ শেখ, সাদ্দাম শেখ, লিপন সরদার, আশরাফ ফকিরসহ ১০-১২ জন দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরদার ওহিদুর রহমানের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার বাঁ হাতের কবজি কেটে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেপ ও পরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে সরদার ওহিদুর রহমান বলেন, আমি কিছু জানি না এবং ঘটনাস্থলেও ছিলাম না।

লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিপন কুমার ঘোষ জানান, আহত মোরাদের শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন রয়েছে। তার বাঁ হাতের কবজির হাড় সম্পূর্ণ কেটে শুধু চামড়ার সঙ্গে আটকে আছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুমড়ি গ্রামের বালা কটার ছেলে ইজা কটাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

×