শিশুকে ধর্ষণের পর পলায়ন বৃদ্ধের

ফাইল ছবি
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৪২
সাতক্ষীরার শ্যামনগরে প্রথম শ্রেণি পড়ুয়া (৬) এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের একটি গ্রামে ঘটে এ ঘটনা। প্রতিবেশী বিমল মণ্ডলকে (৫৮) এ ঘটনার জন্য দায়ী করেছেন ভুক্তভোগী মেয়েটির স্বজন। ঘটনার পর থেকে ওই ব্যক্তি পলাতক।
মেয়েটির বাবার ভাষ্য, শনিবার বিকেলে তাঁর মেয়ে বাড়ির সামনের রাস্তায় খেলতে যায়। এ সময় প্রতিবেশী বিমল মণ্ডল খাবারের লোভ দেখিয়ে পাশের চিংড়ি ঘেরের বাসায় নিয়ে ধর্ষণ করে। রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রোববার সকালে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে সে ঘটনা খুলে বলে। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিমল মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি। তার ছেলের ভাষ্য, রোববার রাতে বাসায় পুলিশ আসার পর তারা বিষয়টি জানতে পারেন। কিন্তু তাঁর বাবা পালিয়ে যাওয়ায় ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিলন হোসেন বলেন, শিশুটিকে ঘটনার একদিন পর হাসপাতালে আনায় সোয়াবের উপস্থিতি মেলেনি। তবে রক্তক্ষরণসহ অন্য আলামতে ধর্ষণের স্পষ্ট প্রমাণ মিলেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, শিশুর বাবা রোববার রাতে বিমলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। রাতেই তাকে ধরতে অভিযান চালিয়ে ব্যর্থ হন তারা। সোমবার বিকেলে মামলা নথিভুক্ত হয়েছে। দ্রুতই আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- শিশু ধর্ষণ
- পলাতক আসামি
- মামলা
- সাতক্ষীরা
- শ্যামনগর