ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিরামপুরে ধানক্ষেতে মিলল নারীর মরদেহ

বিরামপুরে ধানক্ষেতে মিলল নারীর মরদেহ

ছবি- সংগৃহীত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:১৮

দিনাজপুরের বিরামপুরে ধানের ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সন্দলপুর গ্রামের একটি আমন ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, অজ্ঞাত এক নারীর মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। মরদেহটি উদ্ধার করা হয়েছে। ওই নারীর হাতে শাঁখা, পরনে গোলাপি রঙের ম্যাক্সি ও লাল পাজামা ছিল। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।

বিরামপুর থানার উপ-পরিদর্শক এরশাদ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×