বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক মানুষকে অর্থ সহায়তা বিএনপি নেতা নাজমুল হুদার

ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৩৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার।
গত ২৬ আগষ্ট বন্যা দুর্গত এলাকায় গিয়ে উপজেলার ৩ ইউনিয়নের ৩ শতাধিক মানুষকে উপহারের অর্থ তুলে দেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি আবুল মনসুর মিশন, বিএনপি নেতা শাহাদাত হোসেন লিটন, আবুল ফারুক বকুল, তাজুল ইসলাম, শফিকুল আলম তুরান, শাহীন খান, জসিম উদ্দিন প্রমুখ।
ইঞ্জিনিয়ার নাজমুল হুদা বিএনপি সমর্থিত প্রকৌশলীদের সংগঠনের সহ-সভাপতি। তিনি বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল সম্পন্ন করেন ১৯৯৬ সালে ডুয়েট থেকে। বর্তমানে তিনি নিডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বন্যা ২০২৪
- অর্থ সহায়তা