ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হিলি স্থলবন্দর

ভারত থেকে এলো আলু, দাম কমতে পারে ৫ টাকা

ভারত থেকে এলো আলু, দাম কমতে পারে ৫ টাকা

হিলি স্থলবন্দরে আলু বোঝাই ভারতীয় ট্রাক

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা 

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৩৬

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি শুরু হয়েছে আলু। আড়াই মাস পর বুধবার ভারতের কোচবিহার থেকে দুই ট্রাকে ৫৭ টন কার্ডিনাল জাতের আলু আনা হয়েছে। এতে বাজারে কিছুটা স্বস্তি মিলবে, কেজিতে দাম কমতে পারে ৫-৬ টাকা। দেশের বাজারে দাম আরও কমিয়ে আনতে আলু আনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

জানা গেছে, ভারতে আলুর দাম বাড়ায় আমদানি করে খুব বেশি লাভ হতো না বাংলাদেশি ব্যবসায়ীদের। এ কারণে আড়াই মাস বন্ধ ছিল অতিপ্রয়োজনীয় এ সবজি আমদানি। তবে সম্প্রতি প্রতিবেশী দেশটির অভ্যন্তরে দাম কমায় এবং বাংলাদেশ সরকার শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করায় লাভের আশায় আবারও আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। 

১৮০ ডলার ও ৩ শতাংশ হারে শুল্কায়নে যে মানের আলু আমদানি করে কেজিতে খরচ পড়ছে ৪০ টাকা। সেই মানের আলু দেশের বাজারে ৫০ টাকা। অর্থাৎ, কেজিতে ৫-৬ টাকা দাম কমতে পারে।

আমদানিকারক কুতুব উদ্দিন সমকালকে বলেন, আলু আমদানি অব্যাহত ছিল। গত জুলাই মাসে হঠাৎ করে ভারতে কেজিতে ১৫ রুপি দাম বাড়ে। তখন দেশের বাজারের তুলনায় প্রতিবেশী দেশটিতে দাম বেশি হওয়ায় সেগুলো কিনে আনলে লোকসান হতো। এ কারণে ৮ জুলাই আমদানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি দেশটিতে কেজিতে ১৫ রুপি কমে আগের দামে ফেরায় লাভের সম্ভাবনা দেখা দিয়েছে। 

বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরের ১৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ২২ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে।

এদিকে হিলি স্থলবন্দর এলাকার খুচরা বাজার ঘুরে দেখা যায়, বন্দর দিয়ে যে মানের ভারতীয় কার্ডিনাল জাতের আলু আমদানি হয়েছে সেই মানের আলু ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 
 

আরও পড়ুন

×