ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইউপি চেয়ারম্যানদের পরিষদে যেতে বাধা 

ইউপি চেয়ারম্যানদের পরিষদে যেতে বাধা 

ফাইল ছবি

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২০:২৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২০:২৮

হরিণাকুণ্ডুর ইউপি চেয়ারম্যানদের পরিষদে যেতে বাধা দিয়েছেন বিএনপি নেতাকর্মী। বৃহস্পতিবার সকালে পরিষদ চত্বর থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন ইউপি চেয়ারম্যান। 

অভিযোগ থেকে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রস্তুতিমূলক সভা আহ্বান করে উপজেলা প্রশাসন। চিঠি দিয়ে সেখানে উপস্থিত থাকতে বলা হয় ইউপি চেয়ারম্যানদের। সকাল সাড়ে ১০টার দিকে সভায় যোগ দিতে তারা উপজেলা পরিষদে গেলে গেট থেকে তাদের ফিরিয়ে দেন বিএনপি নেতাকর্মী। এ সময় ইউপি চেয়ারম্যানদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এক পর্যায়ে নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় চেয়ারম্যানরা ফিরে আসেন।

রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন বলেন, সরকার ইউনিয়ন পরিষদ ভেঙে দেয়নি। তাহলে কেন তাদের দৈনন্দিন কাজে বাধা দেওয়া হচ্ছে? প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে?’ তিনি দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। 

দৌলতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, শুধু সভায় যেতে বাধা নয়, প্রতিনিয়ত হুমকি ও দাপ্তরিক কাজে বাধা দেওয়া হচ্ছে। এতে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। 

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন বলেন, ‘দলীয় কর্মসূচি ছিল। তাই পরিষদ মোড়ে কর্মীরা অবস্থান করছিলেন। তারা কাউকে বাধা দেননি। ভয়ে কেউ পালিয়ে গেলে আমাদের কিছু করার নেই।’

ইউএনও মো. আক্তার হোসেন জানান, পরিষদে এমন ঘটনা ঘটেনি। বাধা দেওয়ার বিষয়ে কেউ অভিযোগও করেননি। তবে সভায় চেয়ারম্যানরা আসেননি।


 

আরও পড়ুন

×