গোবিন্দগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ছবি: সমকাল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৩৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবু বক্কর (৭) ও হোসাইন মিয়া (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবু বক্কর ওই গ্রামের বুলু মিয়ার ছেলে এবং হোসাইন ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।
হোসাইনের বাবা-মা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করায় তাকে সাতানা বালুয়া গ্রামে তার নানা আবু হানিফের বাড়িতে রাখা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপরে বাড়ির পাশে করতোয়া নদীর বন্যার পানিতে সঙ্গীদের সঙ্গে গোসল করতে নেমে আবু বক্কর ও হোসাইন নিখোঁজ হয়। স্থানীয় লোকজন পানিতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করার একপর্যায়ে তাদের মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, পরিবারের দাবির প্রেক্ষিতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সুরতহাল শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।