বশেমুরবিপ্রবিপিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ অক্টোবর

ছবি-সংগৃহীত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪ | ১৯:১৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এ ২০২৩-২৪ স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অলক কুমার সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বশেমুরবিপ্রবিপিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে প্রথম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস (প্রথম ক্লাস) আগামী ২৮ অক্টোবর সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। এছাড়া বিভাগসমূহ এবং সংশ্লিষ্ট সকলকে নিজ অবস্থান থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্মাতক (সম্মান) প্রথম বর্ষে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হবে। এদিন সকাল ১১টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। পরবর্তীতে ২০ অক্টোবর সকাল ১০টা থেকে ২২ অক্টোবর বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের পিরোজপুরস্থ অস্থায়ী ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- বিষয় :
- পিরোজপুর
- ভর্তি পরীক্ষা
- ক্লাস শুরু