বেতন বৈষম্য দূরীকরণের দাবি

ছবি-সংগৃহীত
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ১০:৩৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ | ১০:৩৮
চট্টগ্রামে বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে বিক্ষোভ করেছে কর্ণফুলী টানেলে কর্মরত শ্রমিক-কর্মচারীরা। বুধবার টানেলের আনোয়ারা প্রান্তের টোল প্লাজা এলাকায় এ বিক্ষোভ করেন তারা।
শ্রমিক-কর্মচারীরা জানায়, টানেলের ৬টি সেকশনে কয়েকশ লোক কর্মরত। নিয়মানুযায়ী বছর শেষে তাদের বেতন বৃদ্ধি করা হয়। কিন্তু এতে বৈষম্যের ঘটনা ঘটে। কারও বেতনের ৫ শতাংশ, আবার কারও ১০ শতাংশ বেতন বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও কোনো সুরাহা হয়নি।
- বিষয় :
- আন্দোলন
- শ্রমিক
- বেতন বৃদ্ধির দাবি
- বৈষম্য