ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পুকুরপাড় ধসে ঝুঁকিতে প্রাথমিক বিদ্যালয় ভবন

পুকুরপাড় ধসে ঝুঁকিতে প্রাথমিক বিদ্যালয় ভবন

বিদ্যালয়

 দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ২২:৫৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরপাড় ধসে গজপুরী পশ্চিমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করেও কোনো সুরাহা করতে পারেননি। উপজেলার সোনাহার ইউনিয়নে বিদ্যালয়ের ভবনটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকল্পে ২০১৩ সালে নির্মাণ হয়। 
চারতলা ভিত্তির ভবনটি নির্মাণে ব্যয় হয়েছিল ৫৬ লাখ ৪২ হাজার টাকা। সম্প্রতি সরেজমিন জানা গেছে, চার কক্ষবিশিষ্ট একতলা ভবনটির পেছনের দেয়ালের কাছে পুকুর রয়েছে। গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে পুকুরপাড় ভেঙে যায়। এতে ভবনের সঙ্গে যুক্ত টয়লেটের ভিত্তিসহ নিচের অংশ ধসে পড়ে। ফলে বিদ্যালয়ের টয়লেটটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
এ ছাড়া ভবনের ভিতের কাছাকাছি পুকুরপাড়ের কিছু অংশ ধসে গেছে। ফলে ভবনটি ঝুঁকিতে পড়েছে। প্রধান শিক্ষক হাছনা বেগম বলেন, ভবনটি ক্ষতিগ্রস্ত অংশের বিষয়ে একাধিকবার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। তাঁর পরামর্শে গত জুনে উপজেলা চেয়ারম্যান এবং আগস্টে ইউএনওর কাছে আবেদন করেন। তবে ঝুঁকি এড়াতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রধান শিক্ষকের ভাষ্য, আবেদন করলেও গাইড ওয়াল নির্মাণ করা হয়। তবে আবেদন করার কারণে তিনি পুকুর মালিকের রোষানলে পড়েছেন। বিদ্যালয় ভবন রক্ষায় কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি। এ বিষয়ে পুকুরের মালিক মেহেদুল ইসলাম দুলাল বলেন, ভবন নির্মাণের আগেই তাঁর পুকুর ছিল। ছাদের পানি পড়ে এ অবস্থা হয়েছে বলে দাবি তাঁর।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, ভবনটির বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই গাইড ওয়াল নির্মাণ প্রয়োজন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
 

আরও পড়ুন

×