বেহাল পোস্ট অফিস
১৫০০ টাকায় সংস্কার

.
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪ | ২৩:২৯
৫০ বছর আগে গড়ে তোলা নাসিরনগর উপজেলার প্রধান পোস্ট অফিসটিতে অবশেষে সংস্কারের ছোঁয়া লেগেছে। বরাদ্দ মাত্র ১ হাজার ৫০০ টাকা। পোস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন।
ডাকঘর ঘুরে দেখা গেছে, প্রবেশপথে পুরোনো ডাক বাক্সটি সামান্য সংস্কার করে আগের স্থানেই স্থাপন করা হয়েছে। ভবনের ওপরের অংশে সাঁটানো কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যানারটি কিছুটা দূরে সরিয়ে নেওয়া হয়েছে। সামনের অংশে নতুন করে লাল রঙের ব্যাকগ্রাউন্ডে লেখা হয়েছে ‘নাসিরনগর উপজেলা ডাকঘর-৩৪৪০’। সংস্কার বলতে এটুকুই।
কথা হয় ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসানের সঙ্গে। তিনি জানান, অফিসটি জরাজীর্ণ সন্দেহ নেই। কিন্তু ডাক বিভাগের পর্যাপ্ত বরাদ্দ না থাকায় প্রয়োজনীয় কিছু জায়গায় সংস্কার করা হয়েছে। বরাদ্দ পেলে বাকি কাজ করা হবে। সংস্কার কাজে সব মিলিয়ে খরচ হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
১৯৭৪ সালে নাসিরনগরে ১২ শতাংশ জমি নিয়ে ছোট টিনের ঘরে ডাকঘরের কার্যক্রম শুরু হয়। ২০২৩-২৪ অর্থবছরে এই পোস্ট অফিস থেকে ৪১ লাখ ১৯ হাজার ৬ টাকা আয় হয়। ব্যয় হয়েছে ১৭ লাখ ২৬ হাজার ৯৬০ টাকা। প্রয়োজনীয় জনবল না থাকায় লাভজনক প্রতিষ্ঠান হলেও সেবাবঞ্চিত হচ্ছেন মানুষ।
কুমিল্লা ডাক বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, দ্রুত জরাজীর্ণ ভবন সংস্কারে কাজ শুরু হবে।
৯ অক্টোবর ‘ডাকঘর আছে সেবা নেই’ শিরোনামে নাসিরনগর পোস্ট অফিস নিয়ে সমকালে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই সংশ্লিষ্ট দপ্তরের কর্তাব্যক্তিরা অফিসটি সংস্কারের উদ্যোগ নেন।
- বিষয় :
- অফিস