খুলনায় আদালত চত্বর থেকে আসামি পলায়ন

ছবি: সংগৃহীত
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪ | ১৫:০৮
খুলনার মুখ্য মহানগর হাকিম আদালত চত্বর থেকে এক চুরি মামলার আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের হাজতখানা থেকে তাকে আদালতের এজলাসে নেয়ার সময় সে দৌড়ে পালিয়ে যায়। হৃদয় সরদার নগরীর দৌলতপুর থানার পাবলা দত্তবাড়ি এলাকার মিঠু সরদারের ছেলে।
পুলিশ জানায়, আসামি সকালে জেলা কারাগার থেকে আদালতের হাজতখানায় নিয়ে রাখা হয়। এরপর শুনানির জন্য পুলিশ তাকে আদালতের এজলাসে নেয়ার সময় সে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, পালিয়ে যাওয়া আসামি হৃদয়কে ধরতে অভিযান শুরু করা হয়েছে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- বিষয় :
- আসামি
- পলাতক আসামি
- আদালত থেকে পালানো
- আদালত