ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪ | ১৭:২৫

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কদমতলী এলাকায় চট্টগ্রাম স্টেশন থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।

তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই শেখ তন্ময় জানিয়েছেন, নগরীর কদমতলী এলাকায় অসাবধানবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×