ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ড. মঈন খান

নির্বাচনের মাধ্যমে আন্দোলন পূর্ণতা পাবে

নির্বাচনের মাধ্যমে আন্দোলন পূর্ণতা পাবে

আয়োজিত সভায় বক্তব্যকালে ড. আব্দুল মঈন খান। ছবি-সমকাল

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ১৬:৪৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলন পূর্ণতা পাবে। ওই আন্দোলনের প্রথম ধাপে যেমন দেশের মানুষ স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছে তেমনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই আন্দোলনের পূর্ণতা আসবে। 

সোমবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা যুবদল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসময় মঈন খান আরও বলেন, এদেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম, ভোটের সংগ্রাম এখনও শেষ হয়ে যায়নি। যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল সেই আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ভাবেই দেশের মানুষ বুকের রক্ত ঢেলে দিবে।

পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বকতিয়ার হোসেন প্রমুখ।

আরও পড়ুন

×