ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চট্টগ্রামে সংবাদ সম্মেলন 

মিথ্যা মামলায় গ্রেপ্তারে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি 

মিথ্যা মামলায় গ্রেপ্তারে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি 

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ২০:১৮

মিথ্যা মামলা দিয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের গ্রেপ্তার করলে চট্টগ্রাম অঞ্চলে যান চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্তঃজেলা বাস মালিক সমিতি। সোমবার নগরীর বিআরটিসি মার্কেটে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ, দুর্ঘটনা প্রতিরোধ, যানজটমুক্ত সড়ক ও গণমুখী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সড়ক পরিবহন সেক্টরের সংস্কার দাবিতে এবং সমিতির নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে হয়রানি, পরিবহন সেক্টরে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলনটি করা হয়।

আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ বলেন, আমাদের সংগঠন অরাজনৈতিক। কোনো দলের ব্যানারে আমরা কর্মকাণ্ড করি না। এরপরও মামলা করে হয়রানির চেষ্টা চলছে। হামলা, জবর-দখলের চেষ্টা এবং মিথ্যা মামলায় মালিক-শ্রমিক নেতাদের গ্রেপ্তার করলে যান চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।

তিনি আরও বলেন, চট্টগ্রাম শহরে একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল নেই। শহরে একাধিক পশুর বাজার আছে অথচ দৈনিক ৫০ হাজার আন্তঃজেলা যাত্রীর জন্য টার্মিনাল নেই। আর সড়ক দুর্ঘটনা জাতীয় সমস্যা। কেবল চালক ও মালিককে শাস্তি দিয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মৃণাল চৌধুরী, খোরশেদ আলম, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী, আজম চৌধুরী, মো. মুসা, গোলাম মোস্তফা, মনসুর আনোয়ার, ইব্রাহিম খলিল, নুরুল আলম, অলি আহামদ প্রমুখ। 

আরও পড়ুন

×