ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইবি

ছাত্রলীগ পেলেই ধোলাই দেওয়ার হুঁশিয়ারি

ছাত্রলীগ পেলেই ধোলাই দেওয়ার হুঁশিয়ারি

ছবি: সমকাল

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ১৮:৫৭

ছাত্রলীগ পেলেই ধোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। রোববার অন্তর্বর্তী সরকারের আমলে নিষিদ্ধ ছাত্রলীগে জড়িত অপরাধীদের বিচার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ সমাবেশ হয়।

সমাবেশে ছাত্রদল নেতা সাহেদ আহম্মেদ বলেন, ‘ছাত্রলীগ যেখানেই পাব, সেখানেই ধোলাই হবে।’ তাঁর বক্তব্য, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতে বসে এই স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের প্রত্যেক জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং পরিবেশ অশান্ত করার চেষ্টা চালাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের কাছে ফ্যাসিস্টদের বিচার অতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।

সাহেদ আহম্মেদ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে যারা ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ও আর্থিক সাহায্য করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। ভিসিকে হুঁশিয়ার করে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আওয়ামী দোসর আছেন, তাদের অপসারণ করবেন। তাদের বিচার না করলে আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

এর আগে ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে থেকে আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমাবেশ করে।

আরও পড়ুন

×