ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কুয়াকাটায় পাবলিক টয়লেটে মিলল পর্যটকের মরদেহ

কুয়াকাটায় পাবলিক টয়লেটে মিলল পর্যটকের মরদেহ

ছবি: সমকাল

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ২১:০৩

পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের এক দিন পর পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সৈকতের পর্যটন পার্ক-সংলগ্ন টয়লেটে তাঁর মরদেহ পাওয়া যায়। নিহত নুর হোসেন খুলনার লবণচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের শাহজাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নুর হোসেন শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে তাঁর বন্ধু কুয়াকাটার ব্যবসায়ী জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তাঁর স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো খবর না পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে শনিবার বিকেলে এক পর্যটক দম্পতি ওই টয়লেটের নারী অংশে ঢুকে একটি টয়লেটের দরজা দীর্ঘসময় বন্ধ দেখতে পান। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের ওপর থেকে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।

পাবলিক টয়লেটের দায়িত্বে থাকা আবদুল লতিফ জানান, কুয়াকাটায় রাস মেলা থাকায় অতিরিক্ত লোকজনের চাপ ছিল। তিনি কখন 
ভেতরে ঢুকেছেন, আমরা খেয়াল করতে পারিনি। তাঁর স্বজনরা এলে পুরুষ টয়লেটগুলো খুঁজেছি। কিন্তু তিনি ছিলেন নারী টয়লেটের ভেতরে। সে জন্য আমরা দেখতে পাইনি।

নিহতের ছেলে আমির হোসেন বলেন, বাবা তাঁর বন্ধুর সঙ্গে কুয়াকাটায় বেড়াতে আসেন। পরে বুকে ব্যথা অনুভব করলে টয়লেটে ঢোকেন। তবে তিনি নারী টয়লেটে প্রবেশ করায় তাঁকে একাধিকবার খুঁজেও পাওয়া যায়নি।

জানতে চাইলে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×