ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ছাত্র-জনতার মিছিলে হামলা

নড়াইল জেলা আ.লীগ সভাপতি কারাগারে

নড়াইল জেলা আ.লীগ সভাপতি কারাগারে

আদালত প্রাঙ্গণে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ | ১৭:৫৫

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি তিনি। 

বৃহস্পতিবার দুপুরে নড়াইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট নড়াইল শহরের রাসেল সেতুর কাছে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণসহ ইট-পাটকেল নিক্ষেপ করে। এ হামলায় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীরা আহত হন। এ ঘটনায় নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা আ.লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০০-৫০০ জনের নামে মামলা হয়।

এ মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস গত ৫ নভেম্বর উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। আদালত জামিন শুনানি শেষে ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সে মোতাবেক বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। নড়াইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামান জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ।

নড়াইলের দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হক বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস নানাভাবে বিএনপি নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করেছেন। তিনি প্রকাশ্যে মিছিলে নেতৃত্ব দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা করিয়েছেন। তার জামিন নামঞ্জুর হয়েছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, প্রচলিত আইনে তার বিচার প্রক্রিয়া শেষ হবে।

আরও পড়ুন

×