ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফরিদপুরে তপন বোস স্মৃতি পদক ও গুণীজন সম্মাননা প্রদান

ফরিদপুরে তপন বোস স্মৃতি পদক ও গুণীজন সম্মাননা প্রদান

শনিবার সন্ধ্যায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তপন বোস স্মৃতি পদক ও গুণীজন সম্মাননা- ২০২৪ অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ২০:০৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ০১:৩৯

ফরিদপুরে শিশু সংগঠন খেলাঘরের উদ্যোগে তপন বোস স্মৃতি পদক ও গুণীজন সম্মাননা-২০২৪ প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সমকালের উপদেষ্টা সম্পাদক মো. আবু সাঈদ খান।

তিনি বলেন, ‘দেশ গড়ার উপযুক্ত পাঠশালা হলো শিশু সংগঠন। এখান থেকেই শিক্ষা পেয়ে আজকের শিশু আগামীতে দেশের গুণীজন হয়ে ওঠে। একসময় ফরিদপুরে অনেক সংগঠন ছিল, অনেক সংগঠন হারিয়ে গেছে। আজও শিশু সংগঠন খেলাঘর টিকে আছে। খেলাঘর আগামীতে শিশুদের গড়ার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।’

বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান আরও বলেন, ‘এ জাতির জীবন মান উন্নয়নের জন্য আমরা একসময় সংস্কৃতি চর্চা শুরু করি। সে লড়াই আমাদের এখনও চলমান।’

খেলাঘর ফরিদপুর জেলা শাখার সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্তারী জাহান ববির সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন বাংলা একাডেমির পরিচালক তপন বাগচি। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটি সভাপতি নাজমুল আহসান অপু, খেলাঘর ফরিদপুর জেলা কমিটির প্রথম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম কবিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাঘর ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি উত্তম দত্ত ও সদস্য অশোক কুমার সিংহ রায়।

আলোচনা সভায় বক্তারা তপন বোসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে খেলাঘরের দীর্ঘদিনের কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে তপন বোস স্মৃতি পদক ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন- সংগীত গুরু সেলিম মজুমদার, পান্না আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নাট্য ব্যক্তিত্ব ও সমাজসেবক কাজী আমিরুল ইসলাম রুমি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক শিকদার, নাট্য ব্যক্তিত্ব ও সংগীত পরিচালক খাইরুল ইসলাম নিলু, সঙ্গীত গুরু অমল ঘোষ, সাহিত্য কবি (মরণোত্তর) পাশা খন্দকার, সাবেক জেলা কালচারাল অফিসার মো. আলাউদ্দিন, সমাজসেবক ও সঙ্গীতজ্ঞ মো. রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, কবি আব্দুল লতিফ ভূঁইয়া, সমাজসেবক (মরণোত্তর) মমতাজ আখতারী, শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার (ঢাকা বিভাগ) বিষ্ণপদ ঘোষাল ও শ্রেষ্ঠ শিক্ষক মনিরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নন্দিতা ঘোষ ও পান্না আহমেদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

×