ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিলেটে আরও এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

সিলেটে আরও এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

ইকবাল হোসেন ইমাদ। ছবি: সংগৃহীত

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ১৮:৫৬

সিলেটে ইকবাল হোসেন ইমাদ নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান।

সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে একাধিক মামলা হয়েছে।  

প্রাথমিকভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র ইউসুফ আমীন জনির দায়ের করা মামলায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে বিরোধিতাসহ বিভিন্ন মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে দক্ষিণ সুরমার মোগলাবাজার, গোলাপগঞ্জের লক্ষনাবন্ধ ও লক্ষীপাশা, ওসমানীনগরের গোয়ালাবাজারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের কয়েকজন চেয়ারম্যানকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×