ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা পেল ভান্ডারিয়াবাসী

বিএনপি পরিবারের ব্যানারে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছে ভান্ডারিয়াবাসী। ছবি: সমকাল
ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪ | ১৮:২৮
অসহায় ও দুস্থ মানুষের সেবায় বিএনপি পরিবারের ব্যানারে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে ভান্ডারিয়ার হাজারো মানুষ।
শুক্রবার সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাক্তার রফিকুল কবিল লাবু।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন আকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইমান আলী ফরাজী প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে আর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার রফিকুল কবির লাবু ছাড়াও চর্ম ও যৌন, গাইনি, কার্ডিওলজিস্ট, মেডিসিনসহ ৮ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করেন।
নেতৃবৃন্দ এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বলেন, রাজনীতি হওয়া উচিত সেবামূলক। বক্তারা নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার আহ্বান জানান।
- বিষয় :
- বিএনপি
- চিকিৎসা সেবা