খাদ্য নিরাপত্তার সম্মুখ যোদ্ধা কৃষক: খাদ্য উপদেষ্টা

আধুনিক স্টিল রাইস সাইলো‘র নির্মাণ কাজ পরিদর্শন করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সমকাল
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১৮:১৯
খাদ্য নিরাপত্তার সম্মুখ যোদ্ধা হলেন এদেশের কৃষক সমাজ। কৃষকেরা উৎপাদন বাড়াতে পারেন, সেজন্য তাদের যথাযথ প্রণোদনার ব্যবস্থা দেওয়া, তারা যাতে উন্নত ও যথাযথ প্রযুক্তি, স্বল্পমূল্যে কৃষি উপকরণ পেতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে সরকার।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১ লাখ ৫ হাজার টন ধারণ ক্ষমতার আধুনিক স্টিল রাইস সাইলো‘র নির্মাণ কাজ পরিদর্শনকালে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশে চাল মজুদ সক্ষমতা ২২ লাখ টন। এ সক্ষমতা ৩০ লাখ টনে উন্নীতকরণে সরকার কাজ করছে। এ লক্ষ্যে এখানে ১ লাখ টনের বেশি ধারণ ক্ষমতার গুদাম নির্মাণের কাজ চলমান। নানা কারণে এটির নির্মাণ কাজ দেরি হয়েছে। এ বিষয়ে নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী ৬-৭ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।
খাদ্যমজুদ পর্যাপ্ত ও দৃঢ় করতে দেশের কয়েকটি স্থানে প্রায় ৩৬শ’ কোটি (৩৫,৬৪৯ কোটি ৪ লাখ) টাকা ব্যয়ে আটটি আধুনিক স্টিল রাইস সাইলো নির্মাণের উদ্যোগ নেয় খাদ্যমন্ত্রণালয়। অর্ন্তভুক্ত এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫শ’ কোটি (৫৪০ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকা) ব্যয়ে আশুগঞ্জের পুরাতন কংক্রিট সাইলোর পাশে মেঘনা নদীর তীরে নির্মিত হচ্ছে আধুনিক স্টিল রাইস সাইলো।
পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার (অতি. ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাবেদুর রহমান, খাদ্য উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাইফুল ইসলাম, পরিকল্পনা কমিশনের উপ-প্রধান ইসরাত জাহান, আশুগঞ্জের ইউএনও শ্যামল চন্দ্র বসাক, স্টিল রাইস সাইলো নির্মাণ প্রকল্পের ডিপিডি মো. রকিবুল ইসলামসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের দেশি-বিদেশি কর্মকর্তা ও পরামর্শকরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- খাদ্য নিরাপত্তা
- ব্রাহ্মণবাড়িয়া