ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সিএমপির থানায় সিটিজেনস ফোরাম গঠন

সিএমপির থানায় সিটিজেনস ফোরাম গঠন

.

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২০:৫০

চট্টগ্রাম মহানগরীতে পুলিশের সেবা আরও কার্যকর করতে থানাভিত্তিক ‘সিটিজেনস ফোরাম’ গঠন করা হয়েছে। রোববার নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইন্সে এক অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটিগুলো উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। অনুষ্ঠানে মহানগর কমিটি ছাড়াও ১৬ থানায় আলাদা কমিটি ঘোষণা করা হয়।

উদ্বোধনী বক্তব্যে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, সিটিজেনস ফোরাম কমিউনিটি পুলিশের নতুন রূপ। তবে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা থেকে এর ব্যাপ্তি বেশি। এই ফোরামের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে কীভাবে পুলিশের সেবার উন্নতি করা যায়, কোথায় কোথায় উন্নতি করা যায়, কী কী সেবা দেওয়া যায়, তা ঠিক করবেন। অরাজনৈতিক এ ফোরামে দলমত নির্বিশেষে সমাজের সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব থাকবে।

সভায় জানানো হয়, গঠিত কমিটিসমূহের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রইছ উদ্দিন। ঘোষিত কমিটিগুলোর মধ্যে মহানগরীতে ৮৬ সদস্য, কোতোয়ালী থানার ৪৫, সদরঘাট থানার ৫০, চকবাজার থানার ৫০, বাকলিয়া থানায় ৪১, খুলশী থানায় ৫৩, বায়েজিদ থানায় ৫১, পাঁচলাইশ থানায় ৪২, চান্দগাঁও থানায় ৩৫, পাহাড়তলী থানায় ৩৬, আকবরশাহ্‌ থানায় ৪৫, হালিশহর থানায় ৫৮, ডবলমুরিং থানায় ৪৯, বন্দর থানায় ৩৭, ইপিজেড থানায় ৩৬, পতেঙ্গা থানায় ২৯ এবং কর্ণফুলী থানায় ৩১ সদস্যের নাম রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সদর) এসএম মোস্তাইন হোসেন, সিটিজেনস ফোরাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ মশিউল আলম স্বপন, সদস্য সচিব ডা. আবু নাছের প্রমুখ।

আরও পড়ুন

×