ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার তদন্ত দাবি

বৈষম্যবিরোধী কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার তদন্ত দাবি

ছবি: সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ২০:৪৫

ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা নিছকই দুর্ঘটনা নাকি হত্যা চেষ্টা তা খতিয়ে দেখা জরুরি বলে মন্তব্য করেছেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার সংগঠক ফারহানা মানিক মুনা।

সোমবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ মোগড়াপাড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের গাড়িতে হামলার ঘটনায় সংগঠনটি এই মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে।

হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে মুনা বলেন, ১৫ দিনের ব্যবধানে চট্টগ্রাম থেকে ফেরার পথে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে ট্রাকচাপা, ঢাকায় হাসনাত আব্দুল্লার গাড়িতে ধাক্কা, সোনারগাঁয়ে আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতাদের বহন করা গাড়িতে অস্ত্রধারীদের হামলা নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাচেষ্টা তা খতিয়ে দেখা জরুরি। ভারতসহ বিভিন্ন গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার যে পাঁয়তারা করছে এই ঘটনাগুলোর সেই পরিকল্পনার অংশ হতে পারে বলে আমরা মনে করি। তিনটি ঘটনারই আমরা দ্রুত তদন্ত এবং বিচার দেখতে চাই।

রোববার রাতে অস্ত্রধারীরা আরিফ সোহেলকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করার চেষ্টা করেছে। যারা এই হামলা করেছে তারা কারা, তাদের মদদদাতা কারা, কার কোন রাজনৈতিক পরিচয় সবই আমাদের জানাতে হবে।

নারায়ণগঞ্জজুড়ে ছিনতাই ও ডাকাতির উৎসব চলছে উল্লেখ করে মুনা বলেন, ছাত্র জনতা একটা নিরাপদ বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। সেখানে নারায়ণগঞ্জের মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি জেলায় প্রশাসনের নাকের ডগায় ডাকাত ও ছিনতাইকারীরা ঘুরে বেড়ায়। অপরাধ করে। মাঝেমধ্যে প্রশাসন তাদের গ্রেপ্তার করলে আইনের ফাঁক গলে তারা ছাড়া পেয়ে যায়। আমরা এই পরিস্থিতি থেকে নিস্তার চাই।

এসময় সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার সংগঠক ফারদীন শেখ, জিসান আলম, নিরব রায়হান, আলমগীর হোসাইন, সাইফুল্লাহ শাকিলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×