ফরিদপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিরতণ

ছবি-সমকাল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৫:৫৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৫:৫৯
ফরিদপুরের আলফডাঙ্গায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে ৩৩তম প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিবন্ধী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলায় ৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
উপজেলার বানা ইউনিয়নের আটকবানা গ্রামের বেকারি কারখানার শ্রমিক আরব আলী মোল্যা বলেন, আমার দুই ছেলে, তার মধ্যে বড় ছেলে খুলিলুল্লাহর বর্তমান বসয় ১৩ বছর। জন্ম থেকে সে প্রতিবন্ধী, হাঁটাচলা করতে পারে না। একটি হুইল চেয়ার কেনার সামর্থ্য আমার ছিল না। সরকারি অফিস থেকে হুইল চেয়ার পেয়ে আমার পরিবারের সবাই খুশি। এখন থেকে ছেলেটিকে নিয়ে গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এ. কে. এম রাহানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
- বিষয় :
- প্রতিবন্ধী
- আলফাডাঙ্গা
- ফরিদপুর