ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

একই দিনে জাতীয় ও ইউপি নির্বাচন করার চিন্তা: আব্দুল মুয়ীদ চৌধুরী

একই দিনে জাতীয় ও ইউপি নির্বাচন করার চিন্তা: আব্দুল মুয়ীদ চৌধুরী

জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ০২:১৩

জাতীয় ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন একই দিনে করা যায় কিনা, সেটি চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান। ফরিদপুরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল বুধবার এ কথা বলেন তিনি।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, নির্বাচনের জন্য একটা আলাদা কমিশন আছে। তারপরও একই দিনে জাতীয় ও ইউপি নির্বাচন অনুষ্ঠান এবং ইউপি নির্বাচনের পদ্ধতি বদলে ইউপি সদস্যদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত করা যায় কিনা, সেটি চিন্তাভাবনা করা হচ্ছে। একই দিনে ইউপি আর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বুথ দখল আর সহজ হবে না।

এ বিষয়ে তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয়, তাতে রাজনৈতিক প্রভাব বেশি থাকে। আর ইউপি সদস্যরা যদি চেয়ারম্যানদের নির্বাচিত করেন, তাহলে সেখান থেকে গণতন্ত্রটা শুরু হবে। কেউ পুরো জিনিসটা দখল করে বসে থাকবে না। ইউপিতে এভাবে জবাবদিহির বিষয়টি আনা গেলে উপজেলা পর্যায়েও এর প্রভাব পড়বে।

সরকারি অফিস-আদালতে জনবল প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন যেভাবে অনেক লোক নিয়োগ করা হয়, এত লোক দরকার নেই। আরও কম লোকে সরকার চলতে পারে। পুলিশের সংখ্যা আরও দরকার। কারণ, আজকে জটিলতার কারণে আইনশৃঙ্খলা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। সেখানে পুলিশের সংখ্যা বাড়াতে হবে। তবে গত সরকার যেভাবে করেছিল, সেভাবে না। জেনুইন অব পিপল ওরিয়েন্টেটড (সত্যিকারে জনমুখী) যাতে তৈরি করা যায়, সে জন্য আমাদের সুপারিশ থাকবে।’

তিনি আরও বলেন, ‘ডিসির সঙ্গে সাধারণ মানুষ দেখা করতে পারে না। এ জন্য ভাবছি, সপ্তাহে একদিন ডিসি অন্য কোনো কাজ করবেন না। জনগণের সঙ্গে থাকবেন। যে কোনো মানুষ এসে তাঁর সঙ্গে দেখা করতে পারবেন। ডিসি যদি কনফারেন্স হলে থাকেন, ওই দিন অন্য বিভাগের অফিসার, পুলিশ সুপাররাও সঙ্গে থাকবেন। তাহলে মানুষ এসে যে কোনো বিষয়ে সরাসরি সমাধান করতে পারবে। এটি একটি ভালো উদ্যোগ হতে পারে।’

ফরিদপুরের ডিসি কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কমিশনের চেয়ারম্যান। আরও বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোকলেস উর রহমান, সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, সদস্য সৈয়দা শাহিনা সোবহান, ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম প্রমুখ।

ফরিদপুরবাসীর জন্য একটি সুখবর জানিয়ে তিনি বলেন, ফরিদপুর নামেই বিভাগ হবে। এ ব্যাপারে আমাদের মতামত রয়েছে, যা আগের সরকার গোপালগঞ্জকে করতে চেয়েছিল। 

আরও পড়ুন

×