ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

২৪ বিঘা জমির ভুট্টা গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

২৪ বিঘা জমির ভুট্টা গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ফাইল ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪০

সিরাজগঞ্জের তাড়াশে দুই কৃষকের ২৪ বিঘা জমির উঠতি ভুট্টার গাছ কীটনাশক ছিটিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে সগুনা ইউনিয়নের পতিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক বেল্লাল হোসেন প্রামাণিক স্থানীয় বাসিন্দা। আরেক ভুক্তভোগী আবুল খায়েরের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের সরিষাবাড়ী গ্রামে। 

গত শুক্রবার দুপুর ১২টার দিকে বেল্লাল প্রামাণিক ও আবুল খায়ের তিরামপুর পশ্চিম মাঠে বিঘাপ্রতি ১২ হাজার টাকায় ২৪ বিঘা জমি লিজ নিয়ে ভুট্টার আবাদ করেন। প্রতি বিঘায় সব মিলিয়ে খরচ হয়েছে আরও সাড়ে ৮ হাজার টাকা। এভাবে পুরো জমিতে ভুট্টা আবাদে খরচ হয়েছে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। দুর্বৃত্তরা রাতের বেলায় এক মাস বয়সী পুরো মাঠের ভুট্টা গাছ কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে। 

ভুক্তভোগী বেল্লাল প্রামাণিক ও আবুল খায়ের জানান, ভুট্টার জমি পরিচর্যা করে রাতে বাড়ি ফিরে যান। শনিবার দুপুরে মাঠে এসে দেখেন সব গাছ কীটনাশক প্রয়োগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। ২৪ বিঘা জমিতে ৯৬০ মণ ভুট্টা হতো, যার বাজারমূল্য ১৭ থেকে ১৮ লাখ টাকা। এত টাকার ফসল এভাবে নষ্ট করায় পরিবারের ভরন-পোষণ করবেন কীভাবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। 

কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, সগুনা ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তাকে মাঠ পর্যায়ে বিষয়টি জানানো হয়েছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত দুই কৃষককে কোনোভাবে সহায়তা দেওয়া যায় কিনা তা দেখা হচ্ছে।  

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

তাড়াশ থানার সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) উত্তম কুমার বর্মণ নিশ্চিত বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×