সড়কবাতি নেভানো কাণ্ড
চাকরি হারালেন চসিকের সেই প্রকৌশলী ঝুলন

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ | ২০:৫১
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নগরীর সড়ক বাতি নেভানোর ঘটনায় আলোচিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রোববার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে অপসারণ করা হয়। আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
মেয়র স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, চসিকের কর্মচারী চাকরি বিধিমালা অনুসারে জনস্বার্থে প্রকৌশলী ঝুলনকে অপসারণ করা হয়েছে। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন পাবেন।
নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ অতিরিক্ত দায়িত্ব হিসেবে চসিকের বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্বপালন করতেন। গত ১৪ আগস্ট তার বিরুদ্ধে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের অভিযোগ, গত ৩ থেকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঝুলন দাশের নির্দেশে সড়কবাতি বন্ধ রাখা হয়। এ সময় রাতের আঁধারে ছাত্র-জনতার ওপর চালানো হয় নির্মম অত্যাচার-নির্যাতন। গুলিবর্ষণও করা হয়। এতে মৃত্যুর ঘটনা ঘটে। এ জন্য ঝুলনকে বরখাস্তের দাবি জানান তারা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ওই দিনই ঝুলনকে সাসপেন্ডের পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে চসিক। তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার আগেই গত ২৬ সেপ্টেম্বর ঝুলনকে রংপুর সিটি করপোরেশনে বদলি করে স্থানীয় সরকার বিভাগ। তবে বদলির আড়াই মাসের মাথায় গত ৮ ডিসেম্বর বিভাগীয় ব্যবস্থা নিতে ফের ঝুলনকে চসিকে বদলি করা হয়।