ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গ্যাস সিলিন্ডারের আগুনে টঙ্গীতে শিশুর মৃত্যু

পুড়ে ছাই ৮ ঘর

গ্যাস সিলিন্ডারের আগুনে টঙ্গীতে শিশুর মৃত্যু

আগুন লেগে আটটি ঘর পুড়ে যায়

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ০৩:১৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ | ০৩:১৭

গাজীপুরের টঙ্গী‌তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিরাজ নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আগুন লেগে আটটি ঘর পুড়ে যায়। মঙ্গলবার রাতে দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ‌পরে দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সা‌র্ভিসের দুটি ইউ‌নি‌ট আগুন নিয়ন্ত্রণে আনে। 

মৃত মাদ্রাসাছাত্র মিরাজ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে দত্তপাড়া আচারপট্টি রোড এলাকায় লতা বেগমের বাড়িতে থাকত। তার বাবা-মা দুই দিন আগে গ্রামের বাড়ি যান। দাদি তাকে ঘরে তালাবদ্ধ করে যান অন্যত্র। রাত ৯টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ওই ঘরসহ বাড়ির অন্যান্য ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঝলসে ও ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে মিরাজ মারা যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার শাহিন আলম জানান, দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আটটি ঘর পুড়ে যায়।

টঙ্গী পূর্ব থানার এসআই আব্দুল্লাহ আল রুম্মান জানান, অগ্নিকাণ্ডে মিরাজ নামে এক শিশু মারা গেছে। 

আরও পড়ুন

×