সাঁওতালদের সম্পত্তি ফেরতের দাবি

গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল সমকাল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪ | ২২:৫৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে হামলা, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ বাপ-দাদার সম্পত্তি ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় এলাকায় সাঁওতাল-বাঙালিদের কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
আদিবাসী নেতা ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বার্নাবাস টুডু, সুফল হেমব্রম, ব্রিটিশ সরেন, রেজাউল করিম, স্বপন শেখ, নূরুল ইসলাম, প্রিসিলা মুরমু প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৪ সাল থেকে সাঁওতাল-বাঙালিরা তাদের বাপ-দাদার সম্পত্তি ফেরত নিয়ে বসতবাড়ি নির্মাণসহ চাষাবাদ করে আসছিলেন। ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ পুলিশ সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমিতে আখ কাটতে যায়। এ সময় তারা বাধা দিলে পুলিশের গুলিতে মঙ্গল মার্ডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম মারা যান।
এ ছাড়া অর্ধশত সাঁওতাল-বাঙালি নারী-পুরুষ আহত হন জানিয়ে বক্তারা বলেন, সাঁওতালদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে যায়। এ সময় সাঁওতালপল্লিতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় সাঁওতালদের পৈতৃক ১ হাজার ৮৪২ একর জমি ফেরত, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও তিন সাঁওতাল হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। পাশাপাশি সাঁওতাল সম্প্রদায়ের সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন আন্দোলনকারীরা।
সমাবেশের আগে সাঁওতাল ও বাঙালিদের একটি মিছিল গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় এলাকা প্রদক্ষিণ করে।
- বিষয় :
- সাঁওতাল