ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন বেরোবির

আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন বেরোবির

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪ | ১২:৫০

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে ৩০টি আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভর্তি কমিটির আহ্বায়ক ড. মিজানুর রহমান।

তিনি বলেন, যতই মেধা তালিকা প্রকাশ করা হোক না কেন কিছু আসন ফাঁকা থাকবেই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের ফাঁকা আসনের সংখ্যা তুলনামূলক কম।

ড. মিজানুর রহমান বলেন, ২২টি বিভাগে মাত্র ৩০টি আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করেছি। শিক্ষার্থীদের অন্যত্র চলে যাওয়ার প্রবণতার কারণেই এমনটি হয়।

বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন ইউনিটে মোট এক হাজার ৩৯৫টি আসন বরাদ্দ ছিল। এর মধ্যে এ ইউনিটে (বিজ্ঞান) ৭১৬টি, বি ইউনিটে (মানবিক) ৩৬৬টি এবং সি ইউনিটে (ব্যবসা শিক্ষা) ৩১৩টি আসন ছিল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ভর্তি কমিটির সদস্যসচিব ড. হারুন অর রশিদ বলেন, এটি আমাদের একক কোনো সিদ্ধান্ত নয়। জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী একযোগে এই ভর্তি কার্যক্রম শেষ করা হয়েছে।

তবে ফাঁকা আসন থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম সম্পন্ন করায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে।

আরও পড়ুন

×