রুমায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে সেনাবাহিনীর ৯৭ পদাতিক ব্রিগেডের বড়দিন উদযাপন

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে সেনাবাহিনীর ৯৭ পদাতিক ব্রিগেডের বড়দিন উদযাপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪ | ১৫:৩৫
বান্দরবানের রুমায় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিন উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯৭ পদাতিক ব্রিগেড। রুমা বাজারের ইভানজেলিক্যাল খ্রিষ্টান চার্চে বড়দিনের অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রতিনিধিরা খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের প্রতি শুভেচ্ছা জানান এবং কেক ও মিষ্টি বিতরণ করেন। এই দিনে শান্তি ও সম্প্রীতি রক্ষায় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। স্থানীয় জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতিকে আরও ত্বরান্বিত করতে ৯৭ পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯৭ পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে ইভানজেক্যিাল চার্চের পাশাপাশি রুমা উপজেলার রনিপাড়া, ক্যাপলং পাড়া, সুংসুং পাড়া ও বগালেক পাড়ার দুর্গম চার্চগুলোতেও কেক ও মিষ্টি পাঠানো হয়। রুমা উপজেলার সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ খ্রিষ্টান সম্প্রদায়। তারা বড়দিন অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করে থাকেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৯৭ পদাতিক ব্রিগেডের ডিএএন্ডকিউএমজি মেজর শোভন কবির উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন কাজী ইনতিসার সালিম, রুমা ইভানজেলিক্যাল চার্চের ফাদার, চার্চ কমিটির সদস্য ও বিভিন্ন এলাকার কার্বারী।
অনুষ্ঠানের মেজর শোভন কবির বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন করে জাতির সার্বিক উন্নয়ন ও শান্তির জন্য কাজ করে যাচ্ছে। এই উৎসবটি একসঙ্গে উদযাপন করার মাধ্যমে আমরা সেনাবাহিনী ও এই অঞ্চলের খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে চাই।
- বিষয় :
- রুমা
- খ্রিস্টান
- সেনাবাহিনী
- বড়দিন