ফুটবল খেলতে গিয়ে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

আবির আহমদ বাবু
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ১৬:০৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ | ১৬:৪৪
সড়কের ওপর ফুটবল খেলতে গিয়ে সিলেটগামী বাসের ধাক্কায় আবির আহমদ বাবু (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় জকিগঞ্জ-সিলেট সড়কের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির আহমদ বাবু উপজেলার দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র ছেলে। সে গণিপুর-কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। ঘটনার পরপরই স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে। ঘটনার পরপরই চালক পালিয়ে যায় পরে ওই বাসটি ভাঙচুর করে উত্তেজিত ছাত্ররা।
স্থানীয়রা জানান, কয়েকটি ছেলে রাস্তার ওপর ফুটবল খেলছিল। জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি গেটলক বাস স্কুলছাত্রকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। উত্তেজিত ছাত্র-জনতাকে শান্ত রাখার চেষ্টা করে। বাসটি জব্দ করা হয়েছে এবং চালকেকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
- বিষয় :
- নিহত
- জকিগঞ্জ
- বাসের ধাক্কায় নিহত
- সড়ক দুর্ঘটনা