ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল ঘোষণা

রাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল ঘোষণা

ফাইল ছবি

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫ | ০০:০৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কোনো পোষ্য কোটা থাকবে না বলে জানিয়েছেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। তিনি বলেছেন, ‘আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমি এক শতাংশ পোষ্য কোটা রাখারও পক্ষে নই। আমি অঙ্গীকার করছি, এই পোষ্য কোটা রাখা হবে না। এই ২০২৪-২৫ শিক্ষাবর্ষেই এটি বাস্তবায়ন করা হবে। তবে বিশ্ববিদ্যালয় অর্ডিনেন্স অনুযায়ী একটা প্রক্রিয়ার মাধ্যমে এটি বাতিল ঘোষণা করা হবে।’

আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের উপাচার্যের কনফারেন্স কক্ষে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে উপাচার্য এসব কথা বলেন। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে উপাচার্য এ সিদ্ধান্ত নেন।

এর আগে রাত ৯ টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলামসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষেরা প্রশাসন ভবনের ফটকে আসেন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ জন প্রতিনিধি তাদের আলোচনার জন্য প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে যান। সভায় উপাচার্য পোষ্য কোটা বাতিলের নিশ্চয়তা দেন। পরে ৯টা ৫০ এর দিকে অবরুদ্ধ থাকা প্রায় দুইশতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা প্রায় ১২ ঘণ্টা পর সেখান থেকে মুক্ত হন। এ সময় শিক্ষার্থীরা একটি বিজয় মিছিল বের করেন।

আরও পড়ুন

×