ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামের শীর্ষ ঋণখেলাপি লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামের শীর্ষ ঋণখেলাপি লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ২২:১৬

চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের ১৮৯ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় শীর্ষ ঋণখেলাপি আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন। ব্যবসায়ী লস্কর চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকের করা মামলায় ৩ হাজার কোটি টাকার ঋণখেলাপী।

চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম জানান, ব্যাংকের আবেদনের ওপর শুনানি শেষে খেলাপি ঋণের মামলায় আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংক নগরের খাতুনগঞ্জ শাখা থেকে গ্র্যান্ড ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেড ১৮৯ কোটি ৪৮ লাখ টাকা ঋণ নেয়। সেই অর্থ পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ১ আগস্ট অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়। সেই মামলায় ব্যবসায়ী আশিকুর রহমান লস্কর আসামি। মামলা দায়েরের পর থেকে ঋণখেলাপিরা কোনো অর্থ পরিশোধ করেননি। তারা ২০ কোটি টাকার মেঘনা ব্যাংকের শেয়ার রাজউক পূর্বাচল প্রকল্পের ১ একর জমি বন্ধ রাখবেন অঙ্গীকার করলেও তা পালন করেননি। তারা চট্টগ্রাম আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা দায়ের করলে হাইকোর্ট তাদের ৫০ লাখ টাকা জরিমানা করে রিট খারিজ করে দেন।

আরও পড়ুন

×