পিলখানা হত্যাকাণ্ড
কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন ৪১ বিডিআর জওয়ান

কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাওয়া তৎকালীন বিডিআরের এক জওয়ান
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ১৪:০০ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ | ১৪:১৯
পিলখানা হত্যাকাণ্ড মামলায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মু্ক্তি পেয়েছেন ৪১ জন বিডিআর সদস্য। বৃহস্পতিবার দুপুরে তারা কারাগার থেকে বের হন। সকাল থেকে কারাগারের বাইরে জওয়ানদের অপেক্ষায় ছিলেন স্বজনরা। তাদের হাতে দেখা গেছে ফুলের তোড়া।
সকাল ৮টায় অপেক্ষায় থাকতে দেখা গেছে ঠাকুরগাঁও জেলার হরিপুরের মুক্তি পাওয়া জওয়ান মুনসুর আলীর মেয়ে মালিহা জান্নাতুনকে। বাবা যখন জেলে যান তখন তার বয়স ৩ মাস। এখন রনহাট্রা চৌহদ্দি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
মালিহা জান্নাতুন সমকালকে বলেন, আমার মা জামনুর নাহারসহ খালাদের নিয়ে সকাল থেকে জেলখানার সামনে অপেক্ষায় আছি। আমার বাবা ১৬ বছর পর জেল থেকে মুক্তি পাওয়ায় আমরা অনেক আনন্দিত। আমার বাবা এখন মুক্ত বাতাসে বসবাস করবেন। আমরা বাবাকে নিয়ে ঘুরতে যাব।
মুক্তি পাওয়া মুনসুর আলী বলেন, আমি নির্দোষ বলে মুক্তি পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া ১৬ বছর পরে মুক্তি পেয়েছি। এখন মুক্ত বাতাসে থাকতে পারব।
অপেক্ষায় থাকা জওয়ান মো. শামসুদ্দিনের বোন মনোয়ারা বেগম সকাল থেকে ভাইয়ের জন্য কারাগারে মূল ফটকে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকেন। তিনি বলেন, ১৬ বছর পর ভাই মুক্তি পাওয়ায় আমরা অনেক খুশি। তাদের বাড়ি ভোলা জেলায়।