গণঅভ্যুত্থানের দুই নেতার স্মৃতিস্তম্ভ ও ম্যুরাল ভাঙচুর

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পাশে ভাঙচুর করা স্মৃতিস্তম্ভ ও ম্যুরাল সমকাল
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ২৩:৩১
নব্বইয়ের গণঅভ্যুত্থানের দুই নেতা নিহত মানিক সাহা ও চয়ন মল্লিকের স্মৃতিস্তম্ভ ও ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার ভোরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনারের পাশে এবং ভিক্টোরিয়া কলেজের পূর্ব পাশে স্থাপিত এ দুটি স্থাপনা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ভোর সাড়ে ৫টার দিকে ২৫-৩০ জন শাবল ও হাতুড়ি দিয়ে মানিক সাহার স্মৃতিস্তম্ভ এবং কলেজ সীমানার পাশে চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর করা হয়।
ঘটনা সম্পর্কে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের নৈশপ্রহরী মিরাজুল ইসলাম বলেন, ভোর ৬টার দিকে প্রায় ২০টি মোটরসাইকেলে ৩০ জন আসে। তারা হাতুড়ি দিয়ে মানিক সাহার স্মৃতিস্তম্ভ এবং কলেজ সীমানার পাশে চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর করে। তাদের মাথায় হেলমেট ছিল। তিনি সামনে এগিয়ে গেলে তারা তাঁকে ভয়ভীতি দেখায়। তখন তিনি চলে আসেন।
তৎকালীন ছাত্রলীগ নেতা মানিক সাহা ১৯৯০ সালের ২৯ নভেম্বর ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের এক সংঘর্ষে মৃত্যুবরণ করেন এবং ছাত্রলীগ নেতা চয়ন মল্লিক ১৯৯২ সালের ১৬ অক্টোবর ছাত্রদলের হাতে খুন হন। এ দুটি ঘটনায় হত্যা মামলা হলেও কেউ সাজাপ্রাপ্ত হননি। নড়াইলে ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে এই দুই ছাত্রনেতা প্রত্যক্ষ ভূমিকা রাখেন।
স্মৃতিস্তম্ভ ও ম্যুরাল ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন নিহত মানিক-চয়ন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এবং মানিক সাহার ভাই সোনা সাহা।
ফরহাদ হোসেন বলেন, মানিক সাহা ও চয়ন মল্লিক নব্বইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেন। তাদের ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম বলেন, এটি অত্যন্ত নিন্দনীয় কাজ এবং অপরাধ। যারা এ কাজ করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি করেন তিনি।
জানতে চাইলে নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদ লতিফ সমকালকে বলেন, ‘বিষয়টি আমার নলেজে নেই। কেউ আমাকে জানায়নি। তবে খোঁজখবর নিচ্ছি।’
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি তাঁরও জানা নেই। তিনি খোঁজ নিচ্ছেন।
- বিষয় :
- স্মৃতিফলক