চরহাজিগঞ্জ বাজারে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

.
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫ | ১০:৫১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ | ১১:১০
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজিগঞ্জ বাজারে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে চরহাজিগঞ্জ পদ্মা নদীর পাড়ে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার গাজিটেক ইউনিয়ন কৃষকদলের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. ফিরোজ মাস্টার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম (ভিপি শহীদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সেক্রেটারি মো. মুরাদ হোসেন ও উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল কুদ্দুস।
উপজেলা কৃষক দলের সেক্রেটারী মো. ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় অনন্যর মধ্যে বক্তব্য রাখেন, কৃষক দলের সদস্য ঢাকা মহানগর উত্তর জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি যুগ্ন-মহাসচিব সরোয়ার হোসেন, গাজিরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী প্রামাণিক, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, যুব দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল বারী দিপু খান, উপজেলা ছাত্রদল সভাপতি সুভ সালাউদ্দিন মোল্লা প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম (ভিপি শহীদ) বলেন, শহীদ জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন। বেগম খালেদা জিয়াও কৃষকদের কল্যাণে কাজ করেছেন, আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে কৃষকদের কম খরচে অধিক ফসল উৎপাদনসহ ন্যায্য অধিকার দেওয়া হবে।