ফরিদপুর-৪ আসন পুনর্বহালের দাবিতে চরভদ্রাসনে মানববন্ধন

ফরিদপুর-৪ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধনে চরভদ্রাসনের নানা শ্রেণি পেশার মানুষ। ছবি-সমকাল
ফরিদপুর অফিস ও চরভদ্রাসন প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫ | ১৬:৪৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ | ১৭:০৯
ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে চরভদ্রাসনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ।
সোমবার বেলা সাড়ে ১১টায় সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে আধাঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ স্থানীয় নানা শ্রেণি পেশার প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন।
সাবেক সচিব ও ফরিপুর-৪ সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মো. কুদ্দুস খানের সভাপতিত্বে এ আসনটি পুনর্বহালের দাবিতে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব মো. আখতারুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিকদার, সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এজিএম বাদল আমিন, ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা মো. মুঞ্জরুল হক মৃধা, এনজিও পল্লী বাংলা উন্নয়নের চেয়ারম্যান এ কে এম লুৎফর রহমান, যুবদলের সাবেক আহ্বায়ক কেএম ওবায়দুল বারী দিপু, যুবদলের সভাপতি মোরাদ হোসেন মৃধা ও ছাত্র দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন শুভ প্রমুখ।
বক্তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন বর্তমানে ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) নিয়ে গঠিত। এ আসনটি ১৯৭৯ সালের নির্বাচন ব্যতীত ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত সদপুর-চরভদ্রাসন সংসদীয় আসন হিসেবে বহাল ছিল। তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দিতে ২০০৮ সালে ১৫৪টি সংসদীয় আসনের সীমানা কাটাছেঁড়া করেছে।
ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই গত ১৬ বছরের বৈষম্য দূর করে দুটি উপজেলার উন্নয়ন ও বরাদ্দের আনুপাতিক হার ঠিক রাখার পাশাপাশি বৈষম্য নিরসনে দেশের অন্যান্য সংসদীয় আসনের সঙ্গে ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) আসন-২০০১ সালের ন্যায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান তারা।