মাদক সেবন নিয়ে বিরোধে বন্ধুদের ছুরিকাঘাতে বন্ধু খুন

হৃদয় আকন্দ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ১৪:২৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ | ১৫:১৭
বগুড়ায় মাদক সেবন নিয়ে বিরোধের জেরে বন্ধুদের ছুরিকাঘাতে হৃদয় আকন্দ নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হৃদয় ওই এলাকার বাবু আকন্দের ছেলে।
নিহত হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। মাদক সংক্রান্ত জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে হৃদয় তার কয়েকজন বন্ধুদের নিয়ে মধ্যপাড়া এলাকায় সরিষার ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিল। এসময় হৃদয় আগে পরে মাদক সেবন করা নিয়ে বন্ধুদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে সরিষার ক্ষেতের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ইন্সপেক্টর আলমাস আলী সরকার আরও জানান, হৃদয়কে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
- বিষয় :
- বগুড়া
- মাদক সেবন
- ছুরিকাঘাত
- ছুরিকাঘাতে খুন