ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আশুলিয়ায় শিল্প পুলিশকে দুটি গাড়ি দিল হা-মীম গ্রুপ

আশুলিয়ায় শিল্প পুলিশকে দুটি গাড়ি দিল হা-মীম গ্রুপ

সাভারের আশুলিয়ায় শিল্প পুলিশকে দুটি পিকআপ ভ্যান উপহার দিয়েছে হা-মীম গ্রুপ। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২:৪০

সাভারের আশুলিয়ায় শিল্প পুলিশকে দুটি পিকআপ ভ্যান উপহার দিয়েছে হা-মীম গ্রুপ। বুধবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুরে গ্রুপের কার্যালয়ে এক অনুষ্ঠানে গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে এ জোনের সিনিয়র নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল মঈনের কাছ থেকে চাবি গ্রহণ করেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া। এ সময় শিল্প পুলিশের পক্ষ থেকে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদকে একটি সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

মোমিনুল ইসলাম বলেন, শিল্প পুলিশ সীমিত লোকবল ও সক্ষমতা দিয়ে আশুলিয়া শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায়ে নিরলসভাবে কাজ করছে। মালিক ও শ্রমিকের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরিতে আমরা অক্লান্ত পরিশ্রম করছি। শিল্পাঞ্চলের কারখানাগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ রক্ষায় গাড়ি দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আব্দুল মঈন বলেন, সেনাবাহিনীর পাশাপাশি যে কোনো অসন্তোষ নিরসন, আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানার শ্রমিক-কর্মচারী ও সম্পদের নিরাপত্তায় শিল্প পুলিশ-১-এর সদস্যরা কাজ করছেন। তাদের টহল কার্যক্রম জোরদারে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদের উদ্যোগে দেওয়া প্রায় ৭৫ লাখ টাকার পিকআপ ভ্যান দুটি বিশেষ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, এর মাধ্যমে শিল্প পুলিশ-১-এর সক্ষমতা বৃদ্ধি পাবে।

এ সময় হা-মীম গ্রুপের আশুলিয়া জোনের নির্বাহী পরিচালক কর্নেল (অব.) এম এন কবির, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আকতারুজ্জামান, মেজর (অব.) মো. আওরঙ্গজেব, মেজর (অব.) মো. আনিসুজ্জামান আনিস, জেনারেল ম্যানেজার মাসুদুর রহমান, কাজী রাফিউদ্দিন আহমেদ, লোকমান হোসেন, বেলাল হোসেন, শাহ্‌ আলম, সহকারী জেনারেল ম্যানেজার কাজী জাহিদুল ইসলাম, অডিট ম্যানেজার পিয়াসুজ্জামান, শিল্প পুলিশের এএসপি মিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×